রবিবার , এপ্রিল ২৭ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / গোদাগাড়ীতে পদ্মায় গোসল করতে নেমে লাশ হয়ে ফিরল নাঈম

গোদাগাড়ীতে পদ্মায় গোসল করতে নেমে লাশ হয়ে ফিরল নাঈম

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী:
রাজশাহী গোদাগাড়ীতে পদ্মা নদীতে ডুবে নাঈম ফেরদৌস (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে গোদাগাড়ী পৌর এলাকার কুঠিপাড়া গ্রামের এবং ইজ্জাতুন্নেছা মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ সাবিনা ইয়াসমিনের একমাত্র পুত্র সন্তান । নাঈম ফেরদৌস স্থানীয় গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।

নিহতর স্বজনরা জানায়, সোমবার বেলা ১২ টার দিকে প্রাথমিক বিদ্যালয় এর পার্শ্বে পদ্মা নদীতে সাঁতার কাটতে নামে। এ সময় সে স্রোতের কারণে গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা চেষ্টা করে তাকে উদ্ধারে ব্যর্থ হলে পরে ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরী দল রাত সাড়ে দশটার দিকে উদ্ধার করে।

মঙ্গলবার সকাল ১১ টার সময় ফাজিলপুর গোরস্থানে তাকে দাফন করা হয় । গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজসহ বিভিন্ন মহল মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

আরও দেখুন

নাটোরে আইনজীবীর উপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর জেলা আইনজীবী সমিতির আইনজীবী সাধন কুমার দাসের উপর দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হওয়ার …