সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / গোদাগাড়ীতে নানা আয়োজনে জেল হত্যা দিবস পালিত

গোদাগাড়ীতে নানা আয়োজনে জেল হত্যা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী:
রাজশাহীর গোদাগাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জেলহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার বিকেলে গোদাগাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে উপজেলা শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগ সভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাস, উপজেলা আওয়ামী যুবলীগ সাংগঠনিক সম্পাদক গোলাম কাউশার মাসুম, পৌর যুব লীগ সভাপতি অধ্যাপক আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা ছাত্র লীগ সভাপতি পারভেজ মোশাররফ বাবু, পৌর ছাত্র লীগ সভাপতি হামিদ রানা সহ উপজেলা ,পৌর , বিভিন্ন ইউনিয়নের আওয়ামী যুবলীগ, যুবলীগ এবং ছাত্রলীগের ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাটি সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লব। এর আগে সকালে একই স্থানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান অতিথি সংসদ ওমর ফারুক চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …