শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / গোদাগাড়ীতে নানা আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন পালিত

গোদাগাড়ীতে নানা আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন পালিত

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ীঃ
রাজশাহীর গোদাগাড়ীতে নানা আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ পালিত হয়েছে। খ্রীষ্টধর্মানুসারীরা যথাযথ ধর্মীয় আচার, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্যদিয়ে দিনটি উদযাপন করেছেন।

বড়দিন উপলক্ষে বুধবার সকাল ১০ টায় উপজেলার নবই বট তলা ক্যাথলিক চার্জের ফাদার মাইকেল কোড়াইয়া ও আরতুরো স্পেসিও প্রার্থনা বাক্য পাঠ করান। এছাড়া অন্যান্য গীর্জায় প্রার্থনায় অংশ নেয় ছোট বড় বড় সব বয়সী খ্রিস্টান নারী পুরুষ।

গীর্জা চত্বরে এসে বড় দিনের শুভেচ্ছা জানান দেওপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আখতারুজ্জামান , উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,উপজেলা মহিলালীগ সাধারণ সম্পাদক কৃষ্ণা দেবী, উপজেলা যুবলীগ অর্থ বিষয়ক সম্পাদক বেলালউদ্দীন সোহেল প্রমূখ।

এছাড়া বড়দিন উপলক্ষে দিনব্যাপি নানা কর্মসুচির আয়োজন করেছে খ্রীষ্টধর্মাবলম্বীরা। গোদাগাড়ীতে মোট ১০১ টি গীর্জায় বড়দিনের উৎসব পালিত হয়েছে।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …