সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / গোদাগাড়ীতে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজ পরিদর্শনে জেলাপ্রশাসক

গোদাগাড়ীতে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজ পরিদর্শনে জেলাপ্রশাসক

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী: মুজিব শতবর্ষ উপলক্ষে ভুমিহীন ও গৃহহীনদের জন্য রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বরাদ্দকৃত ২৮০টি দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজের সার্বিক দিক পরিদর্শন করলন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।

শনিবার (৫ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত নির্মাণকাজের পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ নজরুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাজমুন নাহার, মাটিকাটা ইউপি চেয়ারম্যান শহিদুল করিম শিবলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী আবু বাশির প্রমূখ।

মুজিব বর্ষে “আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” শ্লোগান বাস্তবায়নের লক্ষ্যে, কয়েক ধাপে সারাদেশে গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ করে দিচ্ছে সরকার। তারই ধারাবাহিকতায় এবার গোদাগাড়ী উপজেলায় ২৮০ টি বাড়ি নির্মাণ করা হচ্ছে। প্রতিটি বাড়ির জন্য সরকারের বরাদ্দ ১ লক্ষ্য ৭১ হাজার টাকা। এই প্রকল্পের মোট বরাদ্দ হলো ৪ কোটি ৭৮ লক্ষ্য ৮০ হাজার টাকা। কয়েকদিনের মধ্যে বাড়ি নির্মাণ করে সেগুলো ভুমিহীন ও গৃহহীনদের কাছে হস্তান্তরের করা হবে।

উল্লেখ্য উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে ২৩ নভেম্বর, মঙ্গলবার বিকেলে মাটিকাটা ইউনিয়নে এ প্রকল্প উদ্বোধন করেন রাজশাহী-১(গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …