নিজস্ব প্রতিবেদক,গোদাগাড়ী
রাজশাহীর গোদাগাড়ীতে দলিত ও হরিজন সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দলিত ও হরিজন সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে গোদাগাড়ী উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত বিশেষ কর্মসূচির আওতায় ৩৫ জনকে মোট ২ লক্ষ ৭১ হাজার ২শত টাকা আর্থিক সহায়তা দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিমুল আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, সমাজ সেবা কর্মকর্তা রাসেদুজ্জামান।
২০১৮-২০১৯ অর্থ বছরে উপজেলা অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় দলিত ও হরিজন সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের জন্য বয়স্ক ভাতার ১৭ জনকে ৬ হাজার করে টাকা, শিক্ষা উপবৃত্তির ২ জনকে ১২ হাজার, ১ জনকে ১৪ হাজার ৪ শত,৪ জনকে ৯ হাজার ৬ শত,১১ জনকে ৮ হাজার ৪ শত করে মোট ২ লক্ষ ৭১ হাজার ২শত টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।