রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / গোদাগাড়ীতে ট্রাক চাপায় মা ছেলে নিহত

গোদাগাড়ীতে ট্রাক চাপায় মা ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাজিপাড়া এলাকায় ট্রাক চাপায় মা ছেলে নিহত হয়েছে। নিহতরা হলেন গোদাগাড়ী পৌর এলাকার সুলতানগঞ্জ গ্রামের শাহ আলমের স্ত্রী মাকসুদা খাতুন (৫৫) ও ছেলে মাসুদ (২৪)।

জানা গেছে, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী আমনুরা সড়কে জৈটাবটতলা থেকে থেকে কাজিপাড়া যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিনজন গুরুত্বর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাদের দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে আর একজন শিশু আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার সময় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী মডেল থানার এসআই আব্দুল রউফ মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …