নিজস্ব প্রতিবেদক,গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ীতে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে এক শিশু নিহত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে গোদাগাড়ী আমনুরা মহাসড়কে লালবাগ হেলিপ্যাড এলাকায় রাস্তার ধারে দাড়িয়ে থাকার সময় খড় ভর্তি ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে আরাফাত নামে এক শিশু ঘটনা স্থলেই নিহত হয়।নিহত শিশু আরাফাত (৬) গোদাগাড়ী পৌর এলাকার রামনগর গ্রামের ফল ব্যবসায়ী ওয়াহিদুর রহমানের ছেলে। দোকান থেকে বিস্কুট নিয়ে ফেরার সময় এ ঘটনা ঘটে ।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে আমনুরা থেকে ছেড়ে আসা গোদাগাড়ী গামী খড় ভর্তি একটি ট্রাক লেগুনাকে ওভারটেক করার করার সময় গোদাগাড়ী আমনুরা মহাসড়কে লালবাগ হেলিপ্যাড এলাকায় বিস্কুট হাতে বাবার সাথে দাঁড়িয়ে থাকা অবস্থায় শিশুটিকে ধাক্কা দিলে ট্রাকের চাকার নিচে গিয়ে পড়ে এবং পুরো শরীর পিষ্ঠ হয়ে সেখানেই তার মৃত্যু হয়।গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান,ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহত রিফাতের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং একটি অপমৃত্যু মামলা দায়ের হতে পারে।
আরও দেখুন
গুরুাসপুরে গুলিবিদ্ধ ভুবন চিল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক গুরুাসপুর,,,,,,,,,,,,নাটোরের গুরুাসপুরে গুলিবিদ্ধ অসুস্থ অবস্থায় একটি ভুবন চিল পাখি উদ্ধার করেছে গুরুাসপুর জীববৈচিত্র …