নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী:
‘মাস্ক পড়ুন নিজে বাচুন, অপরকে বাচান’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে গোদাগাড়ীর সাধারণ জনগণের মধ্যে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২৭ জুন) সকালে রাজশাহী জেলা পুলিশের আয়োজনে গোদাগাড়ীতে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সনাতন চক্রবর্তী।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, হঠাৎ করে বিশ্বে আবার করোনা মহামারির প্রকোপ বৃদ্ধি পেয়েছে, করোনা রোগী বৃদ্ধি পেয়ে এখন দেশে হাসপাতালে শয্যার সংকট সৃষ্টি হচ্ছে আর তাই আমাদের সবাইকে আবারও জোরালোভাবে করোনার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। মাস্ক ব্যবহারের পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।কোভিড-১৯ মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম, তদন্ত ওসি মোঃ মনিরুল ইসলামসহ গোদাগাড়ী মডেল থানার অনান্য পুলিশ সদস্যবৃন্দ।
আরও দেখুন
নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …