শুক্রবার , মার্চ ২৯ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / গোদাগাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

গোদাগাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী  
“বঙ্গবন্ধুর দর্শন,সমবায় উন্নয়ন”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে ৪৮তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে সমবায় সদস্যদের অংশগ্রহণে উপজেলা চত্বর হতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ঘুরে পুনরায় সেখানে এসে শেষ হয়। উপজেলা চত্বরের সামনে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক শিল্প প্রতিমন্ত্রী, রাজশাহী জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি,পৌর আওয়ামীলীগ সভাপতি অয়েজউদ্দীন বিশ্বাস,উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,সমবায় ভারপ্রাপ্ত কর্মকর্তা নার্গিস আক্তার বানু  সমবায় এর সকল বিভাগের সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে ৪ সন্তানের জননীর আত্মহত্যা 

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়ার নন্দীগ্রামে নুরুন্নাহার (৩৬) নামে ৪ সন্তানের জননী গ্যাস ট্যাবলেট খেয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *