মঙ্গলবার , এপ্রিল ৮ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / গোদাগাড়ীতে গাড়ীর চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

গোদাগাড়ীতে গাড়ীর চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী:
রাজশাহীর গোদাগাড়ী আমনুরা সড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে শ্রী ভাদু মুরারি (৫৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার গোদাগাড়ী আমনুরা সড়কে বিশ্বনাথপুর এলাকার আসপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রী ভাদু মুরারি উপজেলার মোহনপুর ইউনিয়নের পাকা এলাকার মৃত শান্চু মুরারির ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, ভাদু মুরারি জমিতে কাজ শেষ করে বিকেলে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে তিনি রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে।

আরও দেখুন

গাজায় গণহত্যার প্রতিবাদে বাউয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসন ও নির্মম গণহত্যার প্রতিবাদে ক্লাস বর্জন করে …