নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী:
রাজশাহীর গোদাগাড়ীতে দেব দেবীর খোদাই-করা কালো রং এর মূর্তি উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮ টার দিকে রিশিকুল ইউনিয়নের সোলাপাড়া গ্রামের মৃত বজলার রহমানের ছেলে রেজাউল করিম শিবলু ও মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে রানা(১০) চব্বিশ নগরে পুকুর পাড়ে গেলে একটি কালো রং এর মাটি মাখানো পাথর দেখতে পায়ে চিৎকার করলে, এলাকাবাসী জমে যায়।
পরে এলাকার লোকজন কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হইয়া মূর্তি উদ্ধার করে। মূতির বর্ননা রং কালো দেবদেবিদের খোদায় করা চিহৃ আছে। লম্বা- ২৪ ইন্চি:, প্রস্খ- ১০ ইন্চি: পুরোত্ব-০১ ইন্চি, ওজন- ১৮.৫ কেজি। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী বলেন মূর্তিটি উদ্ধার করে রাখা হয়েছে। প্রয়োজনীয় কাজ শেষে মূর্তিটি জাদুঘরে পাঠানোর ব্যবস্থা করা হবে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …