শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / গোদাগাড়ীতে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

গোদাগাড়ীতে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ীতে ২০২০-২০২১ অর্থ বছরের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হল রুমে এই সম্মেলনের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। সম্মেলনে গোদাগাড়ী উপজেলার একশোটি মসজিদের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামরা অংশ নেন। তাদের মধ্য থেকে ২০ জনকে বাছাই করে শ্রেষ্ঠ ইমামের স্বীকৃতি দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) আলমগীর হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি,উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম,উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. নারগিস জাহান, উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাওলানা মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার আব্দুল অদুদ।

সম্মেলনে বক্তারা বলেন, মাঠ পর্যায়ে সরকারের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নে ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। জঙ্গিবাদ নির্মূল, ইভটিজিং, বাল্য বিবাহ সহ নানা জন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ইমামদের সম্পৃক্ততা সবসময় পাওয়া যায়। কারণ সমাজের কাছে ইমামদের গ্রহনযোগ্যতা রয়েছে।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …