সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / গোদাগাড়ীতে আদিবাসী নারী ধর্ষণের অভিযোগে এক বখাটে যুবক আটক

গোদাগাড়ীতে আদিবাসী নারী ধর্ষণের অভিযোগে এক বখাটে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী:
রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসী এক নারী ধর্ষণের অভিযোগে মোঃ নাঈম (২২) নামে এক বখাটে যুবককে আটক করেছে থানা পুলিশ। রবিবার রাত ১০ টার দিকে উপজেলার দেওপাড়া ইউনিয়নের কদম শহর নাপিত পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

অভিযোগ সুত্রে জানা যায, উপজেলায় দেওপাড়া ইউনিয়নের কাকল বাড়িয়া গ্রামের মোঃ দুলাল হোসেনের বখাটে ছেলে মোঃ নাঈম প্রতিবেশী স্বামী পরিত্যাক্তা এক আদিবাসী নারীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছে। গত রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যার সময় প্রতিবেশী ওই আদিবাসী নারীর ঘরের  ভিতরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই নারী ডাক চিৎকার করলে গ্রামবাসী মোঃ নাঈমকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে বখাটে যুবককে আটক করে এবং এই আদিবাসী নারীকে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেই।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খলিলুর রহমান পাটোয়ারী  জানান, আদিবাসী  নারীকে ধর্ষণের অভিযোগে একজন যুবককে আটক করা হয় । পরে আদিবাসী নারীর বাবা বাদী হয়ে ধর্ষণের মামলা দায়ের করলে সোমবার সকালে যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে । 

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …