সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / গোদাগাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গোদাগাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী:
রাজশাহী গোদাগাড়ীতে লেক থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১ মার্চ) সকালে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করার ব্যবস্থা গ্রহণ করছেন। উদ্ধারকৃত ওই ব্যক্তির বয়স আনুমানিক ২০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১ মার্চ) সকাল ৮ টার দিকে দেওপাড়া ইউনিয়নের পলাশবাড়ী গ্রামে বিদ্যুৎ অফিসের পাশে লেকের ধারে জনসাধারণ চলাচলের সময় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে অবহিত করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে অজ্ঞাত মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে প্রেমতলি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এব্যাপারে তদন্ত চলছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …