সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গৃহহীন বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের পাশে জেলা প্রশাসক

গৃহহীন বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের পাশে জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক:
দুঃস্থ গৃহহীন বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ। গণমাধ্যমে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের করুণ চিত্র দেখে সোমবার দুপুরে তিনি আব্দুলপুর রেলওয়ে জংশন এলাকায় তার বাড়িতে যান। এ সময় তিনি আমজাদ হোসেনের মুখে সমস্ত কথা শুনেন। তাঁর আবাসন সমস্যার সমাধান ও পূণর্বাসনের লক্ষ্যে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতিকে নির্দেশনা দেন।

এ সময় তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছেন-দেশের কোন বীর মুক্তিযোদ্ধা যেন অবহেলায় অনাদরে না থাকেন। আমরা তাদের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর। কোন মুক্তিযোদ্ধাকে অসম্মান করা বা অবহেলা করা যাবেনা। দেশের জন্যে তারা প্রাণহাতে নিয়ে যুদ্ধ করেছেন। তাদের কাছে জাতি ঋণী। পরে তিনি তৎক্ষণাৎ আমজাদ হোসেনের পরিবারকে কিছু খাদ্য উপহার দেন।

এ সময় তার সাথে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি,স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও দেখুন

সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …