বিশেষ প্রতিবেদক:
“মুজিব বর্ষে কোন মানুষ গৃহহীন থাকবেনা।” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ ইতিমধ্যে শুরু হয়েছে। আজ দুপুরে নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নে দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণের কার্যক্রম পরিদর্শন করেন নাটোর নওঁগা সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ ।
এ সময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান বাবু, নাটোর-নলডাঙ্গা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর খৈয়াম, ব্রহ্মপুর ইইনিয়ন যুবলীগের সভাপতি জামাল মোল্লা সহ অনেকে।
নলডাঙ্গা উপজেলায় ৪০ টির মধ্যে ব্রহ্মপুর ইউনিয়নে সাতটি ভূমিহীন পরিবার পাবে স্থায়ীভাবে খাস জমিসহ ইট ও টিনের পাকা বাড়ি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিববর্ষ পালন উপলক্ষে সরকারের একটি বড় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ৮ লাখ ৮২ হাজার ৩৩টি ঘরহীন পরিবারকে আধপাকা টিন-শেড ঘর নির্মাণ করে দেওয়া হবে। আগামী বছরের ১৭ মার্চের মধ্যেই এসব ঘরহীন মানুষদের নিজের ঘরে তুলে দেওয়া সম্ভব হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
পরিদর্শনকালে সংসদ সদস্য রত্না আহমেদ কাজের অগ্রগতি দেখেন এবং সুষ্ঠভাবে কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দেন।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …