বৃহস্পতিবার , এপ্রিল ২৫ ২০২৪
নীড় পাতা / কৃষি / গুরুাসপুরে সরাসরি কৃষকদের কাছ থেকে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ

গুরুাসপুরে সরাসরি কৃষকদের কাছ থেকে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুর উপজেলায় খাদ্য বিভাগের উদ্যোগে সরাসরি কৃষকদের বাড়ীতে বাড়ীতে গিয়ে কৃষকদের কাছ থেকে অভ্যন্তরীন বোরো ধান ক্রয় কার্যক্রম শুরু হয়েছে। এই বোরো ধান ক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন,গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন।

সকাল ১১ঘটিকায় উপজেলা খাদ্য বিভাগে কর্মকর্তাগণ শুকনা মিটার-শো বোরো ধান সংগ্রহের জন গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নে কৃষি কার্ডধারী কৃষকদের বাড়ীতে বাড়ীতে গিয়ে ধানের ময়েশ্চার মিটার দ্বারা পরীক্ষা করে জিল্লুর , মালেক ও রিপন এই তিন কৃষকদের কাছ থেকে ১ মেট্রিক টন করে সর্বমোট ৩ মেট্রিক টন বোরো ধান ক্রয় করেন। গুরুদাসপুর উপজেলায় এবার বোরো ধানের সংগ্রহ লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৫০৫ মেট্রিক টন ।

এসময় উপস্থিত ছিলেন, গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছাঃ উম্মে কুলছুম,খাদ্য গুদাম কর্মকর্তা আব্দুল রউফসহ খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ।

আরও দেখুন

আলোচিত দেলোয়ার পাশা অপহরণ মামলায় আরো দুই আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার পাশা অপহরণ মামলায় আরো দুই আসামীকে …