বৃহস্পতিবার , জানুয়ারি ২ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুর হাসপাতালে শিক্ষার্থীদের করোনা টিকা কার্যক্রম শুরু

গুরুদাসপুর হাসপাতালে শিক্ষার্থীদের করোনা টিকা কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
সরকারি নির্দেশে নাটোরের গুরুদাসপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্ম নিবন্ধন সনদ শিক্ষার্থীদের করোনা টিকা কার্যক্রম শুরু হয়েছে। আজ সকাল থেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা কার্যক্রমে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২-১৮বছরের ১৭ হাজার ৫শত শিক্ষার্থীদের এই টিকা দেওয়া হবে জানান, স্বাস্থ্য কমপেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা(পঃপঃ) কর্মকর্তা ডাঃ মোজাহিদুল ইসলাম। তিনি আরও জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকার কমতি নাই। আগামী ১৫ই তারিখে মধ্যেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা প্রদান শেষ করা হবে।

আরও দেখুন

লালপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর  

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভাটা …