নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুরে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের বরণ ও এস,এস.সি ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।
আজ দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক –কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের আয়োজনে ওই অনুষ্ঠান হয়।
উক্ত অনুষ্ঠানে গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মো.তমাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.হাফিজুর রহমান,উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. বজলুর রহমান,উপজেলা সহকারি প্রোগ্রামার মো.জহির আব্বাসসহ প্রমুখ।
এসময় বক্তরা ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন,তোমরা শিক্ষকদের সম্মান করবে,শিক্ষকরা যা বলেন তা মনোযোগ সহকারে সেইকথা শুনবে এবং তা পালন করবে আর বিদায়ী শিক্ষার্থীদের বলেন,তোমদের শিক্ষকরা যা এতদিন শিখিয়েছেন তা পরীক্ষার মাধ্যমে বাস্তবায়ন করবে। সেটা বাস্তবায়ন হলেই তোমাদের শিক্ষকদের সম্মান ও অত্র বিদ্যালয়ের গৌরব অর্জন হবে।
এসময় শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
আরও দেখুন
গুরুদাসপুরে বাড়ি বিক্রি করেও ঋণ থেকে রক্ষা হয়নি এক বস্ত্র
ব্যবসায়ীর নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,ধার-দেনা শোধ করতে শেষ সম্বল বাড়ি বিক্রি করেও মুক্তি পাননি কুদরত আলী …