রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে প্রতিমা বিসর্জন

গুরুদাসপুরে প্রতিমা বিসর্জন

নিজস্ব প্রতিবেদক,গুরুদাসপুর: করোনা কারণে সারাদেশের ন্যায় নাটোরের গুরুদাসপুরেও অনেকটা সাদামাটা পরিবেশে নন্দকুজা নদীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে বাঙ্গালী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ দুপুর থেকে গুরুদাসপুর পৌরসদরের সব পূজামন্ডপের প্রতিমাগুলো নন্দকুজা নদীতে রাখা নৌকাগুলোতে উঠতে থাকে। পরে একযোগে উপজেলা প্রশাসনের নির্দেশে প্রতিমা নৌকাগুলো সামাজিক দূরত্ব বজায় রেখে কয়েকবার ঘোরাঘুরি শেষে ধর্মীয় সকল নিয়ম কানুন মেনে নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় গুরুদাসপুরের হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। নদীতে এই প্রতিমা বিসর্জন দেখতে দূর দূরান্ত থেকে আসা নদীর উপর নির্মিত ব্রীজ ও নদীর দুইপাশে অনেক লোকজনের সমাগম হতে দেখা যায়। উল্লেখ্য যে,এবার গুরুদাসপুর উপজেলায় মোট ২৯টি পূর্জামন্ডপে শারদীয় দূর্গোৎসব পালিত হয়েছে।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …