শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুর পৌরসভা নির্বাচন বিপ্লবের সমর্থনে মতবিনিময় করলেন আব্দুল কুদ্দুস এমপি

গুরুদাসপুর পৌরসভা নির্বাচন বিপ্লবের সমর্থনে মতবিনিময় করলেন আব্দুল কুদ্দুস এমপি

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
আসন্ন গুরুদাসপুর পৌরসভার নির্বাচন উপলক্ষে আরিফুল ইসলাম বিপ্লবের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে বর্তমান মেয়র শাহনেওয়াজের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস।

শুক্রবার রাত আটটার দিকে গুরুদাসপুর থানা শিক্ষা সংঘের সামনে পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীর আয়োজনে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক তালুকদার। এসময় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কুদ্দুস এমপি বলেন, গুরুদাসপুর পৌরবাসী প্রার্থী পরিবর্তন চাচ্ছে। প্রথম শ্রেণির পৌরসভার উন্নয়ন না থাকায় কারো কাছে মুখ দেখাতে পারিনা। রাস্তাঘাট নেই, ড্রেন নেই। ঝকঝকে শহর উপহার পেতে হলে বিপ্লবকেই সমর্থন দিতে হবে।

স্থানীয় সংসদ সদস্য আরো বলেন, বর্তমান মেয়র শাহনেওয়াজ সাতবার আমার বাড়ি ভাঙতে গিয়েছে। মারার জন্য সন্ত্রাসী লেলিয়ে দিয়েছে। ভাড়া বাড়ির সিঁড়ি ভেঙে দিয়েছে। এর বিচার স্বরুপ আরিফুল ইসলাম বিপ্লবকে সমর্থন জানানোর জন্য পৌরবাসীর কাছে আহ্বান জানান তিনি।

উক্ত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র প্রার্থী আরিফুল ইসলাম বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, এমপিপুত্র আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন, আওয়ামীলীগ নেতা রাজকুমার কাশী, সবুজ ফকির, মাসুদ সরকার প্রমুখ।

বক্তব্যে মেয়র প্রার্থী আরিফুল ইসলাম বিপ্লব বলেন, আমি মেয়র হলে কোটি কোটি টাকার উন্নয়নকাজ অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি সাহেব এই পৌরসভায় নিয়ে আসবেন। আমি কোন গাড়ি বাড়ির স্বপ্ন দেখিনা। আগামী দিনে এই পৌরসভায় আমি ন্যায় বিচারক হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই।

দেখা গেছে, এর আগেও আরিফুল ইসলাম বিপ্লবের সমর্থনে গুরুদাসপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত সভা-সমাবেশে আব্দুল কুদ্দুস এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেছেন। সমর্থন ও ভোট চাইছেন বিপ্লবের জন্য। সেই সাথে দোয়া ও সমর্থন পাওয়ার জন্য মানুষের বাড়িবাড়ি গিয়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন মেয়র প্রার্থী আরিফুল ইসলাম বিপ্লব।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …