বৃহস্পতিবার , জানুয়ারি ৯ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুর পৌরসভায় আ.লীগ থেকে দলীয় মনোনয়ন পেলেন মেয়র শাহনেওয়াজ

গুরুদাসপুর পৌরসভায় আ.লীগ থেকে দলীয় মনোনয়ন পেলেন মেয়র শাহনেওয়াজ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:

নাটোরের গুরুদাসপুর পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বার আওয়ামী লীগের দলীয় কেন্দ্র থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলী মোল্লা। মুঠো ফোনে পৌর আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম দলীয় মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে,আগামী ১৬ জানুয়ারী দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে নাটোরের গুরুদাসপুর পৌরসভা নির্বাচন। দলীয় মনোনয়ন পেতে বর্তমান মেয়র শাহনেওয়াজ আলী ছাড়াও পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আব্দুল কুদ্দুস সমর্থিত আরিফুল ইসলাম বিপ্লব ও ছাত্রলীগের উপজেলা সভাপতি আতিয়ার রহমান বাঁধন দলীয় মনোনয়ন পেতে তৎপর ছিলেন।

সবাইকে পেছনে ফেলে শেষ হাসি হাসলেন শাহনেওয়াজ আলী। মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা ১৭ বছর ধরে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক পদ ছাড়াও বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারী কলেজের ভিপি, ছাত্রলীগ-যুবলীগসহ দলের গুরুত্বপুর্ন দায়িত্বে ছিলেন।

মেয়র শাহনেওয়াজ আলী ও পৌর আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ত্যাগী নেতার মুল্যায়ন করেছে দল। তারা নেতা-কর্মিদের শান্ত থাকার আহ্বান জানান।

তার মনোনয়ন প্রাপ্তির খবর এলাকায় ছড়িয়ে পড়লে নেতা-কর্মিরা তাৎক্ষনিক প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে শাহনেওয়াজ আলীর পক্ষে মিছিল বের হয়। অনেকে মিষ্টিমুখ করতেও দেখা গেছে।

আরও দেখুন

নন্দীগ্রামে সরিষা ফুলে মৌমাছির আনাগোনা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,,,,আবহাওয়া অনুকূলে থাকলে চলতি রবি মৌসুমে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সরিষার ভালো ফলনের …