রবিবার , নভেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / অর্থনীতি / গুরুদাসপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

গুরুদাসপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুর পৌরসভার ২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে পৌর পরিষদে মেয়রের কক্ষে ৩৭কোটি ৬৮লক্ষ ৪হাজার ৬শত ৮৩টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো.শাহনেওয়াজ আলী মোল্লা। বাজেট রাজস্ব ও উন্নয়ন ক্ষেত্রে আয় ধরা হয়েছে মোট ৩৭ কোটি ৬৮লক্ষ ৪হাজার ৬শত ৮৩টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৩১ কোটি ৭৮লক্ষ ৪২হাজার ২শত ৮০টাকা।

বাজেটে সাধারন সংস্থাপন,ডেঙ্গু ও করোনা ভাইরাস মোকাবেলা, পৌরভবন নির্মাণ ও সংস্কার, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডসহ ৯টি ক্ষেত্রে ব্যয় অন্যদিকে ট্র্যাক্স, সরকারী অনুদান, পানি করসহ ৮টি ক্ষেত্রে আয়ের হিসাব উল্লেখ করেন পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা সাঈদ শাহরিয়ার আব্বাসী। বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর সচিব হাফসা শারমীন, কাউন্সিলরগণ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …