নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে নজরুল স্মৃতি সংঘ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে গুরুদাসপুর উপজেলার খুবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আটটি দলের অংশগ্রহণে উক্ত টুর্ণামেন্টটি শুরু হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে গুরুদাসপুর উপজেলার মকিমপুর স্বাধীন বাংলা ফুটবল টিম বনাম নাটোর ফুটবল একাডেমী টিম।
খেলায় মকিমপুর স্বাধীন বাংলা ফুটবল টিম ১-০ গোলে নাটোর ফুটবল একাডেমী টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। মাঠের চারপাশে হাজার হাজার দর্শক জমায়েত হয়ে উক্ত ফাইনাল খেলাটি উপভোগ করতে দেখা যায়।
খেলা শেষে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন ও সম্মানিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ান ফুটবল দলের অধিনায়ক ও ম্যানেজারের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি ওয়ালটন ফ্রিজ ও রানার আপ দলের অধিনায়ক ও ম্যানেজারের হাতে দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি এলইডি টিভি তুলে দেন।
খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন জিহান।
এসময় উপস্থিত ছিলেন, খুবজিপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন, চাপিলা ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ভুট্টু, উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা মিজানুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।