নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুর থেকে উদ্ধার করা হাতবোমা গুলো বিস্ফোরণের মাধ্যমে নিস্কৃয় করেছে র্যাবের বোম ডিস্পোজাল ইউনিট। সোমবার রাত ৮টার দিকে গুরুদাাসপুর পৌরসভার নারিবাড়ি এলাকার একটি মাঠে নিয়ে বোমা ৪টি নিস্কৃয় করা হয়। পরে বিস্ফোরিত আলামতগুলো অধিকতর পরীক্ষা নিরীক্ষার জন্য ঢাকায় নিয়ে যায় র্যাব সদস্যরা। তবে বোমা গুলো স্থানীয় ভাবে তৈরী অল্প শক্তি সম্পন্ন বলে র্যাবের বরাত দিয়ে জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।
এর আগে দুপুরে ওই এলাকার ব্যবসায়ী নজরুল ইসলামের কীটনাশকের দোকানের পাশের একটি ঝোপে পলিথিন ব্যাগে লাল টেপে মোড়ানো বোমা ৪টি দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও র্যাবের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনদের সড়িয়ে দিয়ে এলাকাটি ঘিরে ফেলে। বিকালে ঢাকা থেকে র্যাবের বোম ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে আসে।
কারা কি উদ্যেশে বোমা গুলো সেখানে রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …