নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুর থানায় যোগদান করেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল মতিন। যোগদানের ২৫ দিনে মাদকের বিরুদ্ধে ৪৫টি মামলা রেকর্ড করেছেন। গ্রেপ্তার করে চালান দিয়েছেন ৫০ জন আসামীকে। এলাকায় মাদকের ছড়াছড়ি থাকলেও ইতিপূর্বে ৩ মাসেও এতো মামলা হয়নি থানায়।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সভায় এসব কথা জানান ওসি আব্দুল মতিন।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তমাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আব্দুল কুদ্দুস এমপি, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবু ও আলাউদ্দিন ভুট্রু এবং সাংবাদিক আলী আককাছ বক্তব্য রাখেন।
সভায় নতুন ওসির মাদক বিরোধী কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করা হলেও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কঠোর সমালোচনা করেন বক্তারা।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …