নিজস্ব প্রতিবেদকব, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুর থানায় নারী-শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের বিশেষ আইনি সুবিধা দিতে সার্ভিস ডেস্কের উদ্বোধন করেছেন জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা (পিপিএমবার)।
সোমবার বিকেল ৪টায় থানার নবনির্মিত ভবনে ওই সার্ভিস ডেস্কের উদ্বোধনের সময় গুরুদাসপুর-সিংড়া থানার এএসপি সার্কেল মো. জামিল আখতার, ওসি মো. আব্দুর রাজ্জাক, ওসি (তদন্ত) মো. মোনোয়ারুল ইসলামসহ গুরুদাসপুর থানার সকল পুলিশ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর মোনাজাত শেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়।
পুলিশ সুপার বলেন, জেলার মধ্যে গুরুদাসপুরে প্রথম এই সার্ভিস ডেস্কের উদ্বোধন হলো। পর্যায়ক্রমে সারাদেশে এই হেল্প ডেস্ক চালু হবে। উল্লেখিত বিশেষ শ্রেণির মানুষ ব্যতিত অন্যকেউ এই ডেস্কের হেল্প পাবেন না।
আরও দেখুন
সিংড়ায় সাবেক মেয়রের শামীম আল রাজি’র মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যাপক শামীম …