সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুর খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ শুরু

গুরুদাসপুর খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ শুরু

নিজস্ব প্রতিবেদক:

চলতি বোরো মওসুমে নাটোরের গুরুদাসপুর উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে সরকারি ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০মে) সকাল ১১টার দিকে ইউএনও সালমা আক্তারের সভাপতিত্বে চুক্তিবদ্ধ মিল ও কৃষকদের কাছ থেকে এই সংগ্রহের উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।


এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মো. ইসমাইল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শরিফুল ইসলাম ও খাদ্য পরিদর্শক মো. আসাদুজ্জামান খান প্রমুখ।
খাদ্য পরিদর্শক আসাদুজ্জামান খান জানান, এবছর খাদ্য গুদামে ২ হাজার ৭৮৬ মেট্রিকটন চাল ও ৫৪৯ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

এতে উপজেলার চুক্তিবদ্ধ ৫৪ জন মিলারের কাছ থেকে ৪৫ টাকা কেজি দরে চাল। আর কৃষক আ্যাপসের আবেদনকৃত কৃষকদের কাছ থেকে লটারীর মাধ্যমে ধান সংগ্রহ করা হবে। কৃষক অ্যাপসে ৩৩১ জন কৃষক আবেদন করেছেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …