শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / খেলা / গুরুদাসপুর কমিউনিটি পুলিশিং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

গুরুদাসপুর কমিউনিটি পুলিশিং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুরে পোয়ালশুড়া পাটপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কমিউনিটি পুলিশিং ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকাল ৩টায় পোয়ালশুড়া পাটপাড়া ফুটবল পরিচালনা কমিটির আয়োজনে ওই ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় বড়াইগ্রাম থানার রাজাপুর ফুটবল একাদশ ১-০ গোলে গুরুদাসপুর থানার কোলাকান্দরনগর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। খেলা শেষে প্রধান অতিথি গুরুদাসপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মোজাহারুল ইসলাম চ্যাম্পিয়ান ফুটবল একাদশের অধিনায়কের হাতে ৩২”(ইঞ্চি) এল ই ডি টিভি ও রানার আর্প ফুটবল একাদশের অধিনায়কের হাতে ১৭”(ইঞ্চি) এল ই ডি টিভি তুলে দেন। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হোক বড়াইগ্রাম থানার রাজাপুর ফুটবল একাদশের গোলরক্ষক মো.নাঈম আলী।

এসময় উপস্থিত ছিলেন,গুরুদাসপুর থানার ধারাবারিষা ইউপি চেয়ারম্যান মোঃ মতিন মাস্টার,বড়াইগ্রাম থানার ইউপি চেয়ারম্যান মো.আব্দুল মমিন,গুরুদাসপুর থানার তদন্ত ওসি মো.আনারুল ইসলাম,পাটপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ,কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতিসহ সদস্যগণস ও এলাকার গণমাণ্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য উক্ত ফুটবল টুর্ণামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করেছিল।

আরও দেখুন

গুরুদাসপুরে বাড়ি বিক্রি করেও ঋণ থেকে রক্ষা হয়নি এক বস্ত্র

ব্যবসায়ীর নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,ধার-দেনা শোধ করতে শেষ সম্বল বাড়ি বিক্রি করেও মুক্তি পাননি কুদরত আলী …