শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনএনসিডি সেবা কেন্দ্র চালু

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনএনসিডি সেবা কেন্দ্র চালু


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ

নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসংক্রামক ব্যধি (এনএনসিডি) চিকিৎসা সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস।

আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই চিকিৎসা সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়। পরে প্রধান অতিথি এই চিকিৎসা কেন্দ্রের বিশেজ্ঞ ডাঃ দ্বারা নিজের প্রেসার ও ডায়াবেট্রিকস পরীক্ষা করান। তিনি এই সেবা কেন্দ্র চালু করার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। অসহায় গরীব রোগীদের সাথে কর্মরত ডাক্তারা যেন ভাল ব্যবহার ও তাদের সুচিকিৎসা সেবা নিশ্চিত করার পরামর্শ দেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ রবিউল করিম জানান এই কেন্দ্র চালুর মাধ্যমে সংক্রামক ব্যধির রোগীরা বিশেজ্ঞ ডাঃ দ্বারা আলাদা ভাবে সুচিকিৎসা পাবে।

এসময় উপস্থিত ছিলেন,স্বাস্থ্য মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব মো.সাইদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আনোয়াার হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাহিদুল ইসলাম, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ রবিউল করিম শান্ত, মেডিক্যাল অফিসার ডাঃ মেসবাউল, উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিয়ার রহমান বাধন প্রমুখ।

আরও দেখুন

গুরুদাসপুরে বাড়ি বিক্রি করেও ঋণ থেকে রক্ষা হয়নি এক বস্ত্র

ব্যবসায়ীর নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,ধার-দেনা শোধ করতে শেষ সম্বল বাড়ি বিক্রি করেও মুক্তি পাননি কুদরত আলী …