বৃহস্পতিবার , এপ্রিল ১৭ ২০২৫
নীড় পাতা / উন্নয়ন বার্তা / গুরুদাসপুর উপজেলা লেকের সৌন্দর্য্য বর্ধন কাজ উদ্বোধন

গুরুদাসপুর উপজেলা লেকের সৌন্দর্য্য বর্ধন কাজ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুর উপজেলা চত্বরের পার্শ্ব দিয়ে বয়ে যাওয়া অপরিস্কার ও ময়লা স্তপের আচ্ছন্ন লেকের সৌন্দর্য্য বর্ধন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকালে লেকের মাটি খনন করে ওই কাজের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুস।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেন, ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, দূর্যোগ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল রাজ্জাক ও সহকারী কর্মকর্তা নজরুল ইসলাম। পরে মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা ও মহামারী করোনা ভাইরাস থেকে দেশবাসীর মানুষ রক্ষায় বিশেষ মোনাজাত করা হয়।

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রীর দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালয়ের দেওয়া স্থানীয় সংসাদদের জন্য বরাদ্ধকৃত ট্রেয়ার প্রকল্পের অর্থায়নে ওই কাজ হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলা সৌন্দর্য্যবর্ধনে এমন আরও অনেক কাজ করা হবে।

আরও দেখুন

নাটোরে হেরোইন সহ এক নারী আটক

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে হিরোইন সহ মোছাঃ সুবর্না আক্তার সোনিয়া (২৮) নামের এক নারী বাস যাত্রীকে আটক …