রবিবার , এপ্রিল ২৭ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুর উপজেলা যুবলীগের সভাপতি আলাল বহিষ্কার

গুরুদাসপুর উপজেলা যুবলীগের সভাপতি আলাল বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুর উপজেলা যুবলীগের সভাপতি আলাল শেখকে বহিষ্কার করেছে জেলা যুবলীগ। ১১ জানুয়ারি সোমবার জেলা যুবলীগ সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব স্বাক্ষরিত এক পত্রে এই বহিষ্কারাদেশের কথা জানানো হয়।

গঠনতন্ত্রের ২২ এর (ক) ধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে তাকে আওয়ামী যুবলীগ গুরুদাসপুর উপজেলা শাখা থেকে বহিষ্কার করা হয়।

পত্রে আরো জানানো হয়, ঐতিহ্যবাহী যুবলীগ একটি সুশৃংখল যুব সংগঠন। এই সংগঠনের ভাবমূর্তি বজায় রাখা সকল কর্মীর নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। এই দায়িত্ব থেকে বিচ্যুত হয়ে আসন্ন গুরুদাসপুর পৌরসভা মেয়র নির্বাচনে নৌকা মার্কা প্রতীকের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী আরিফুল ইসলাম বিপ্লবের সমর্থনকারী হওয়ায় সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। যা সংগঠনের গঠনতন্ত্রের পরিপন্থি। গঠনতন্ত্রের পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হল।

উল্লেখ্য এর আগে বিদ্রোহী প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব কে আওয়ামী লীগের সকল প্রকার পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

আরও দেখুন

চলনবিলে শুরু হয়েছে ধান কাটা ও

মাড়াইয়ের মহোৎসব নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,শস্যভান্ডার খ্যাত চলনবিল অঞ্চলে শুরু হয়েছে চলতি মৌসুমের বোরোধান কাটা। …