নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুরে সুবিধা বঞ্চিত ও অবহেলিত নারী ও পুরুষদের সহযোগিতা প্রদানের লক্ষ্যে উপজেলায় পৃথক পৃথক ভাবে নারী সহায়তা কেন্দ্র ও পুরুষদের জন্য জনপ্রশাসন হেল্প ডেস্ক এর শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পাশের দুইটি কক্ষে জেলার এই প্রথম পৃথক পৃথক ভাবে সহায়তা কেন্দ্র দুইটি চালু করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেন, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ ও রোকসানা আকতারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নারী সহায়তা কেন্দ্রের উদ্যোক্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেনের প্রশংসা করে জেলা প্রশাসক বলেন, এই কেন্দ্র দুইটি থেকে পুরুষ ও নারীরা সকল প্রকার সহায়তা ও পরামর্শ পাবেন। পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলাতে পুরুষও নারী সহায়তা কেন্দ্র চালু করার কথা জানান তিনি।
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুর উপজেলায় নারী সহায়তা কেন্দ্র, জনপ্রশাসনের হেল্প ডেস্ক এর উদ্বোধন
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …