নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে ৯ কেজি গাঁজাসহ ফয়জুল মাহামুদ রাসেল(২২) নামে এক যুবককে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ।
গতকাল ৭ আনুমানিক রাত ৭ঃ৩০ মিনিট সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাছিকাটা টোলপ্লাজা এলাকায় ওসি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে একটি শ্যামলী পরিবহন বাস থেকে ওই যুবককে আটক করা হয়। আটকৃত যুবক বরিশালের ভান্ডারিয়া উপজেলার ফরিদ মাহমুদের ছেলে।
থানা সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ঢাকা গামী শ্যামলী পরিবহনে করে একটি ব্যাগসহ যাচ্ছিলো রাসেল। গোপন সংবাদের ভিত্তিতে কাছিকাটা টোলপ্লাজায় গাড়ি থামিয়ে তল্লাশি করলে রাসেলের ব্যাগ থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মুল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা। আটকৃত আসামী রাসেলের নামে মাদকদ্রব্য আইনে মামলা রজু করে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
