মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত

গুরুদাসপুরে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ

“প্রজন্ম হোক সমতার,সকল নারীর অধিকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে ওই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার মো.তমাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,স্থানীয় সাংসদ আলহাজ্ব আধ্যাপক মো.আব্দুল কুদ্দুস। তিনি বলেন,এদেশের মুক্তিযুদ্ধে নারীদের অগাধ ভূমিকা রয়েছে। তাদের অগাধ ভ‚মিকা রাখার কারণেই এদেশ তাড়াতাড়ি স্বাধীন হয়েছে। তাই এদেশের উন্নয়নে পুরুষদের পাশাপাশি নারীদেরও ভূমিকা রাখতে হবে। তবেই এদেশের উন্নয়ন সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন। তিনি বলেন,আমাদের মা-বোনরা এভাবে বাইরে এসে শিক্ষা অর্জন করে সমাজে তাদের প্রতিভা মেলে ধরতে পারে তবে আমরা আর পিছিয়ে থাকব না।

এছাড়াও বক্তব্য রাখেন,বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মো.মোজাম্মেল হক.উপজেলা নির্বাহী অফিসরের সহধর্মিনী মিসেস.জান্নতুল মায়া প্রমাসহ প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনের দায়িত্বে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন।

পরে গুরুদাসপুর উপজেলার শাহিদা কাশেম বালিকা বিদ্যালয়ে পড়–য়া তিন শিক্ষার্থী নিজের বিবাহ প্রতিরোধে সাহসী ভূমিকা রাখায় তাদেরকে উপজেলা নির্বাহী অফিসার মো.তমাল হোসেন তার নিজ তহবিল হতে প্রদানকারী ১০০০টাকা করে তিন শিক্ষার্থীর হাতে তুলে দেন স্থানীয় সাংসদ আলহাজ্ব অধ্যাপক মো.আব্দুল কুদ্দুস।

এসময় গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো.মোজাহারুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …