নিজস্ব প্রতিবেদক:
গুরুদাসপুরে বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে শুক্রবার সারাদিন ব্যাপী আট টিমের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় বড়াইগ্রাম সিনিয়র ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বামনকোলা ফুটবল একাদশ। ফলাফল বামনকোলা ২ – ১ গোলে জয়ী। ম্যান অফ দ্যা ম্যাচ হন বামনকোলা একাদশের ১৫নং জার্সি পরিহিত খেলোয়ার সুমন। খেলোয়াড়দের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী।ভোরের ডাক ফুটবল একাডেমীর উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক আব্দুল কাদের, আওয়ামী লীগ নেতা আহমেদ আলী, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সুজা, সাংবাদিক আলী আককাছ, পৌর কাউন্সিলার শেখ সবুজ প্রমুখ।
একাডেমির সভাপতি সোহেল রানা জানান, খেলাটি স্পন্সর করেছেন চাঁচকৈড় বাজার প্রান্ত স্টুডিওর মালিক আব্দুস সামাদ। সহযোগিতায় শিক্ষক আব্দুল হাকিম, শরিফ কম্পিউটার, রফিক খেলাঘর। ধারাভাষ্যে ছিলেন এবি সিদ্দিকী(বাহাদুরপুর)।
আরও দেখুন
লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …