বৃহস্পতিবার , জানুয়ারি ৯ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে ৫ দিনব্যাপি ধাত্রী প্রশিক্ষণের উদ্বোধন

গুরুদাসপুরে ৫ দিনব্যাপি ধাত্রী প্রশিক্ষণের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
গর্ভবতী ও প্রসূতি এবং নবজাতক শিশুর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণবিহীন ধাত্রীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নাটোরের গুরুদাসপুরে পাঁচদিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তমাল হোসেন রবিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এর উদ্বোধন করেন। ৩৫ জন নারী ধাত্রীকে এ প্রশিক্ষণ দেওয়া হবে।

স্থানীয় সরকার বিভাগ ও জাইকা’র আর্থিক সহায়তায় উপজেলা পরিষদ ওই প্রশিক্ষণের আয়োজন করে। এ উপলক্ষে আলোচনা সভায় ইউএনও ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলাল শেখ ও রোকসানা আকতার, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু রাসেল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বকুল কুমার রায়, ইউজিডিপি কর্মকর্তা প্রদীপ কুমার।

আরও দেখুন

নন্দীগ্রামে সরিষা ফুলে মৌমাছির আনাগোনা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,,,,আবহাওয়া অনুকূলে থাকলে চলতি রবি মৌসুমে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সরিষার ভালো ফলনের …