শুক্রবার , জুলাই ৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে ৫ ইট ভাটায় ৫ লক্ষ টাকা জরিমানা

গুরুদাসপুরে ৫ ইট ভাটায় ৫ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুরে অবৈধ ভাবে কৃষি জমিতে স্থাপন করা ৫ টি ইট ভাটায় ৫ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর সদর ও মশিন্দা ইউনিয়নে ওই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, উপজেলার পৌর সদরের খোয়ারপাড়া মহল্লার জহুরুল ইসলামের এম.জেড.এম ব্রিক্স, চাঁচকৈড় মধ্যমপাড়া মহল্লার মোঃ জাকির হোসেনের মেসার্স এস.এ. আর ব্রিক্স, একই মহল্লার জহুরুল ইসলামের এম.জেড.ব্রি.ব্রিক্স, মশিন্দা ইউনিয়নের শাহপুর এলাকার আব্দুল হাকিমের এইচ.আর.বি.ব্রিক্স ও একই মহল্লার আব্দুর রহিম মোল্লার এ.এস.বি.ব্রিক্স কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রন) আইন ২০১৩ এর ৫(১) ধারা মোতাবেক ১ লক্ষ করে মোট ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।

উল্ল্যেখ, সম্প্রতি অবৈধ ভাবে স্থাপনকৃত ইট ভাটা নিয়ে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে। ইউএনও তমাল হোসেন বলেন, অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান চলছে। এই অভিযান অব্যাহত থাকবে ।

আরও দেখুন

বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের উদ্দ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন বাগাতিপাড়া

নিজস্ব প্রতিবেদক:(নাটোর). “গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে …