বুধবার , জানুয়ারি ৮ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত

গুরুদাসপুরে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
পতাকা উত্তোলন ও আলোচনা সভার মাধ্যমে নাটোরের গুরুদাসপুরে জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন প্রতিপাদ্য’ নিয়ে গতকাল সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্তরে ওই দিবস পালিত হয়।

উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মো.তমাল হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেখানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আবু রাসেল,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসান আক্তার, সমবায় কর্মকর্তা রবিউল রানা, সমবায়ী প্রভাষক ফিরোজুর রহমান, প্রমুখ।

আলোচনায় বক্তারা সমবায়ের গুরুত্ব-তাৎপর্য তুলে ধরে জানান,তৃনমুল পর্যায়ে উন্নয়ন নিশ্চিত করতে বঙ্গবন্ধু সমবায় কার্যক্রমকে গতিশীল করেন। মধ্যস্বত্তভোগী,দালালদের দৌরাত্ত রোধে প্রতিটি গ্রামে সমবায় সমিতি গঠন করে তার মাধ্যমে উৎপাদিত ফসল,পন্য,মৎস বিক্রি করে নিজেরা লাভবান হতে পারে।

আরও দেখুন

সিংড়ায় সাবেক মেয়রের শামীম আল রাজি’র মৃত্যুবার্ষিকী পালিত 

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যাপক শামীম …