নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
“বঙ্গবন্ধর দর্শন,সমবায় উন্নয়ন”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে ৪৮তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে সমবায় সদস্যদের অংশগ্রহণে উপজেলা চত্বর হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বাজার ঘুরে পুনরায় সেখানে এসে শেষ হয়। উপজেলা চত্বরের সামনে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকসানা আক্তার,সমবায় কর্মকর্তা মোঃ রবিউল রানাসহ প্রমুখ।
এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ নিলুফা ইয়াসমিন ও সমবায় এর সকল বিভাগের সদস্যগণ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।
নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …