রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে ৩৫লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ কারেন্টজাল জব্দ

গুরুদাসপুরে ৩৫লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ কারেন্টজাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে প্রায় ৩৫ লক্ষাধিকার টাকা মূল্যের ৭লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও দুই ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। আটককৃত দুই ব্যবসায়ী হলেন, চাঁচকৈড় পুড়ানপাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে আব্দুর রউফ(৫৭) ও খামারনাচকৈড়ের মৃত মোহাম্মদ আলীর ছেলে মো.শাহিন(৩৫)।জব্দকৃত অবৈধ কারেন্ট জাল গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় বাঁশহাটার নন্দকুঁজা নদীর ধারে আগুন ধরিয়ে ধ্বংস করা হয়। পরে আটককৃত দুই ব্যবসায়ীর প্রত্যেককে একবছরের জেল প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী র‌্যার-৫ এর নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর সানরিয়া চৌধুরীর নেতৃত্বে র‌্যাবের বিশেষ টিম উপজেলার চাঁচকৈড় বাজারে অভিযানে প্রথমে দুই ব্যবসায়ীর আটক পরে তাদের গুদাম ঘর থেকে ওই অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত ব্যবসায়ীর প্রত্যেককে এক বছরের সাজা প্রদান করে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আবু রাসেল।

এসময় উপস্থিত ছিলেন, নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …