নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
সারা দেশের ন্যায় নাটোরের গুরুদাসপুর উপজেলার ৩২টি পূজা মন্ডবে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে প্রতিটি পূজা মন্ডবে চলছে দুর্গা পূজার প্রস্তুতি। আগামী ১ অক্টোবর থেকে ষষ্ঠী পুজার মাধ্যমে শুরু হতে যাচ্ছে দূর্গাপূজা। দূর্গাপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর বুধবার সকাল সারে ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি পূজা মন্ডবের প্রতিনিধিদের হাতে ৫শ কেজি করে চালের ডিও লেটার হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, মশিন্দা ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সুজা, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অসীম পাল প্রমুখ। এছারাও উপস্থিত ছিলেন প্রতিটি পূজা মন্ডপের প্রতিনিধিরা।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষ বলেন, এবছর পৌরসভাসহ উপজেলায় মোট ৩২ টি পূজা মন্ডপ হচ্ছে। গত বছরের চেয়ে এবছর ৪ টি পূজা মন্ডপ কম হয়েছে। ৫শ কেজি করে ৩২ টি পূজা মন্ডপে মোট-১৬ টন চাল, সরকারি সহায়তা উপজেলার সকল পূজা মন্ডপে পেয়ে তারা আনন্দ প্রকাশ করেছেন।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …