নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
“প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন-সব মানুষের উন্নয়ন” শ্লোগানকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের দুস্থ ও অসচ্ছল পরিবারের ২ হাজার ৩৪৫ জন সদস্যের মাঝে মানবিক সহায়তার নগদ অর্থ প্রদান করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার বেলা ১২টায় চাপিলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বৃপাথুরিয়া দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে ওই আর্থিক সহায়তার ৪৫০ টাকা করে অসচ্ছল দুস্থ মানুষদের হাতে তুলে দেন ইউপি চেয়ারম্যান আলাল উদ্দীন ভূট্টু। এ সময় উপজেলা প্রোগ্রামার শাহিনুর রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধি ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
এর আগে করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপী প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদানের উদ্বোধন করেন চাপিলা ইউপি চেয়ারম্যান। বিভিন্ন এলাকা থেকে আগত অসচ্ছল পরিবারের মানুষ সামাজিক দুরত্ব বজায় রেখে ও লাইনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এই আর্থিক সহায়তা গ্রহন করেন।
এর আগেও চাপিলা ইউনিয়নের অসচ্ছল ও দুস্থদের মাঝে ৫০০ টাকা করে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …