মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে ২য় ধাপের ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণ কাজ শুরু

গুরুদাসপুরে ২য় ধাপের ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণ কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
মুজিববর্ষ উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনে দ্বিতীয় পর্যায়ে বরাদ্ধকৃত ১০০টি ঘর নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে আশ্রয়ণ-২ প্রকল্পের ওই গৃহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস।

প্রথম পর্যায়ে উপজেলার খুবজিপুর ইউনিয়নের কালাকান্দর ও নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের সরকারী খাসজমিতে ওই ঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেন, সহকারি কমিশনার(ভূমি) আবু রাসেল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল রাজ্জাক, ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, নাজিরপুর ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবু, খুবজিপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন ও প্রকল্প বাস্তবায়ন সহকারী কর্মকর্তা নজরুল ইসলাম।

পরে মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …