নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে হাজার টাকার দুইটি জাল নোটসহ মনিরুল ইসলাম ওরফে মনি নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আজ দুপুরে উপজেলার পৌরসদরের চাঁচকৈড় বাজারস্থ রসুন হাট থেকে ওই যুবককে আটক করা হয়। আটককৃত ওই যুবক পৌরসদরের চাঁচকৈড় পুড়ান পাড়া মহল্লার সাইদুল ইসলামের ছেলে।
থানার ওসি মো.আব্দুল মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁচকৈড় বাজারস্থ রসুন হাটায় অভিযান চালানো হয়। অভিযানে হাটে মনি নামের ওই যুবকের চলাফেরায় সন্দেহ হওয়ায় পুলিশ তার গতিপথ লক্ষ্য করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার শরীর তল্লাশী করলে তার কাছ থেকে হাজার টাকার দুইটি জাল নোট পাওয়া যায়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসে হয়। থানায় তার বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
আরও দেখুন
বড়াইগ্রামে অবৈধভাবে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার অপরাধে মো.মোখলেস হোসেন নামে একজনকে …