বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে স্ত্রীর উপর অভিমান করে যুবকের আত্মহত্যা

গুরুদাসপুরে স্ত্রীর উপর অভিমান করে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, গুরুাদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে স্ত্রীর উপর অভিমান করে হাবিদুল(৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার রাত আটটার দিকে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন তিনি। হাবিদুল উপজেলার চন্দ্রপুর অবদা বাজার মহলদার পাড়ার মৃত হাসেন আলীর ছেলে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল ইসলাম জানান শনিবার রাত আটটার দিকে হাবিদুল তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে এরই জের ধরে স্ত্রীর ওপর অভিমান করে তিনি গ্যাস ট্যাবলেট খান। এ সময় তার স্ত্রী দেখতে পেয়ে তাকে উদ্ধার করে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত্রি সাড়ে বারোটার দিকে হাবিদুল মৃত্যুবরণ করেন।

এ ব্যাপারে একটি অস্বাভাবিক মামলা দায়ের করা হয়েছে।

আরও দেখুন

নাটোরে যথাযোগ্য মর্যাদায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,নাটোরে যথাযথ আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব …