শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / গুরুদাসপুরে স্কুল পড়ুয়া তিন ছাত্রীর বিবাহ বন্ধে ইউএনও

গুরুদাসপুরে স্কুল পড়ুয়া তিন ছাত্রীর বিবাহ বন্ধে ইউএনও

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুরে একদিনে তিন বাল্যবিবাহ বন্ধ ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন।

মঙ্গলবার সকাল ১০টায় গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন এর কাছে ফোন আসে গুরুদাসপুর পৌরসভার মধ্যমপাড়ায় শাহিদা কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কুল পড়ুয়া শাহানুর(৬ষ্ঠ শ্রেনী), রহিমা(৭ম শ্রেণী) ও কামরুলন্নাহার(৭ম শ্রেণী) নামের তিন ছাত্রীর বিবাহ দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। খবর পাওয়া মাত্রই উপজেলা নিবার্হী অফিসার ছুটে যান ওই সকুল পড়ুয়া তিন ছাত্রীর বাসায়। সেখানে তিন স্কুল পড়ুয়া ছাত্রীর বাবা ও আত্মীয় স্বজনের কাছে বয়স ১৮ না হওয়ার আগে বিয়ে নয় এই মর্মে মুচলেকা নেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, গুরুদাসপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমানসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

পরে গুরুদাসপুর পৌরসভার মধ্যমপাড়ায় শাহিদা কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও ছাত্রীদের নিয়ে একটি কক্ষে বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার অত্র বিদ্যালযের প্রধান শিক্ষক নিগার সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …