নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে সৌর বিদ্যুৎ পাম্পের গ্রাহক নির্বাচন ও উদ্বুদ্ধকরণ সভা

গুরুদাসপুরে সৌর বিদ্যুৎ পাম্পের গ্রাহক নির্বাচন ও উদ্বুদ্ধকরণ সভা

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে “সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ প্রকল্প” শীর্ষক গ্রাহক নির্বাচন ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আয়োজনে রবিবার বেলা ১১টায় উপজেলার মশিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান শিক্ষক মাহাবুব আলম লাবু’র সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মহিউদ্দিন।

অন্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাটোরের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, পবিস-২ এর জিএম মোমীনুল ইসলাম ও ডিজিএম আব্দুর রশীদ এবং এজিএম মোকলেছুর রহমান। এছাড়া আরো বক্তব্য রাখেন, চলনবিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আককাছ। সভা শেষে সৌর বিদ্যুতে কৃষি সেচ চালানোর জন্য ১৬জন কৃষককে নির্বাচিত করা হয়।

আরও দেখুন

বড়াইগ্রামে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:নাটোরের বড়াইগ্রামে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে …