রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে সোঁতিজাল উচ্ছেদ অভিযানে ১ লাখ টাকার জাল পুড়ে ছাই

গুরুদাসপুরে সোঁতিজাল উচ্ছেদ অভিযানে ১ লাখ টাকার জাল পুড়ে ছাই

নিউজ ডেস্ক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে নদীতে সোঁতিজাল পেতে প্রভাবশালীদের অবৈধভাবে পোনামাছ শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ লাখ টাকা মুল্যের বিভিন্ন জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর কবীর।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেনের নির্দেশে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিয়াঘাট, হরদমা ও স্লুইসগেট এলাকার নদীতে অবৈধ সোঁতিজাল উচ্ছেদের অভিযান চালকালে ১৩ পিচ চায়না দুয়ারী জাল ও খড়াজাল উচ্ছেদ করা হয়েছে। এসময় ধাওয়া করলেও কালীনগরের কিছু সোঁতিজাল মালিক পালিয়ে যায়। বিকেলে জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদের পুকুরপাড়ে এনে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। অভিযানে গুরুদাসপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর কবীর বলেন, আমাদের সবাইকে মৎস্য সম্পদের গুরুত্ব, ভবিষ্যৎ চাহিদা, প্রাপ্যতা এবং যথাযথ সংরক্ষণ ও উন্নয়নের জন্য মৎস্য সংরক্ষণ আইন মেনে চলতে হবে। নদীতে পানি প্রবাহে বাধা সৃষ্টি করে অবৈধ সোঁতিজাল স্থাপনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …