নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
গুরুদাসপুরে সাপের কামড়ে কাইফা নামে তিন বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ ৮ সেপ্টেম্বর বুধবার সকাল আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। শিশু কাইফা উপজেলার নাজিরপুর গ্রামের কাওছার আহমেদ এর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ ৮ সেপ্টেম্বর বুধবার সকাল আটটার দিকে কাইফা তার বাড়িতেই খেলছিল। এ সময় একটি বিষধর সাপ তাকে দংশন করে। এ সময় সে চিৎকার করলে পরিবারের লোকজন এসে দেখে সাপটি সেখান থেকে দ্রুত চলে যাচ্ছে। এরপর পরিবারের লোকজন কাইফাকে উদ্ধার করে স্থানীয় ওঝার কাছে নিয়ে গেলে অবস্থা বেগতিক দেখে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়।
এ সময় পরিবারের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত দুপুর সাড়ে বারোটার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …